নুরের পক্ষে কাজ না করায় দশমিনা উপজেলা ছাত্রদলের সভাপতি বহিষ্কার

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে সক্রিয় থাকার অভিযোগে দশমিনা উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী তানজির আহমেদ রিডেনকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহিদুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অনুমোদনক্রমে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা কাজী তানজির আহমেদ রিডেনের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে এ আসনে (গত ১৭ জানুয়ারি ) নুরুল হক নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালী-৩ আসনের দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দ্বিধা ও বিভক্তি আরও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনী মাঠে এর প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন তারা।

দলীয় সূত্র জানায়, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরকে সমর্থন দেয়া হলেও স্থানীয় পর্যায়ে কেউ কেউ সে সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি করছিলেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার পর ধারাবাহিকভাবে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হচ্ছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

অন্যদিকে দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। জোটের প্রার্থীর পক্ষে কাজ না করে বিএনপির অনেক নেতাকর্মীই বহিষ্কৃত নেতার পক্ষে কাজ করছেন।

পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার Jan 22, 2026
img
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ইতিহাস গড়তে প্রস্তুত: মেয়র শাহাদাত Jan 22, 2026
img
একাধিক মামলার আসামি যুবদল নেতা কবির হোসেন গ্রেপ্তার Jan 22, 2026
img
সিলেট টাইটান্সের ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিম আল চৌধুরীর Jan 22, 2026
সিলেট পৌঁছালেন তারেক রহমান Jan 22, 2026
img
ধুরন্ধরের রেকর্ড ভাঙতে পারে ‘বর্ডার ২’ Jan 22, 2026
বিশ্ব আর্থিক ও নিরাপত্তা ব্যবস্থায় বড় শক্তির প্রভাব বৃদ্ধি Jan 22, 2026
চলে গেলেও চিরস্মরণীয় সুশান্ত সিং রাজপুত Jan 22, 2026
বিপিএলে বরিশাল না থাকায় হৃদয়ে ব্যথা : কাফি Jan 22, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসিকে ২৪ ঘণ্টায় জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত Jan 22, 2026
img
সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দিলো ভারত Jan 22, 2026
img
ওরা দুর্বল বলেই ভয় দেখাচ্ছে, মামলা করছে: জাপা প্রার্থী সিদ্দিকুল Jan 22, 2026
img
রাজশাহী বিভাগে বিএনপির ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার Jan 22, 2026
img
প্রয়াত শিল্পমন্ত্রী নয়া মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী আজ Jan 22, 2026
img
ঝিনাইদহে ৪ অবৈধ ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা Jan 22, 2026
img
সহজ জয়ে শীর্ষ ৮ নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ Jan 22, 2026
img
চাপ সামলে গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ে লক্ষ্যের পথে লিভারপুল Jan 22, 2026
img
আমিও এখন আপনাদের সিলেটের সন্তান : তারেক রহমান Jan 22, 2026
img
দামাকের বিপক্ষে আল নাস্‌রের জয়, রোনালদোর আরেকটি রেকর্ড Jan 22, 2026
img
নুরের পক্ষে কাজ না করায় দশমিনা উপজেলা ছাত্রদলের সভাপতি বহিষ্কার Jan 22, 2026