দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জনসভায় মানুষের ঢল নেমেছে। মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সরেজমিনে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে এ দৃশ্য দেখা গেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।
তারেক রহমানের এ ঐতিহাসিক আগমন ও জনসভাকে ঘিরে সিলেট মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে আম্বরখানা, দরগাহ গেইট ও চৌহাট্টা পয়েন্ট এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের হাজারো নেতাকর্মী রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নিতে দেখা যায়।
সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে তারেক রহমানকে স্বাগত জানাতে তৈরি করা হয়েছে নানা ব্যানার। ব্যানারগুলোতে দলের স্লোগান, শুভেচ্ছাবার্তা এবং তারেক রহমানের ছবি স্থান পেয়েছে। অনেক জায়গায় নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা। নেতাকর্মীরা জানান, দীর্ঘ দুই দশক পর দলের শীর্ষ নেতার সিলেট আগমন তাদের জন্য এক আবেগঘন মুহূর্ত। তারা আশা করছেন, এই জনসভা থেকে তারেক রহমান দেশের রাজনীতি ও বিএনপির ভবিষ্যৎ আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
এদিকে জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সব মিলিয়ে, ২১ বছর পর তারেক রহমানের সিলেট আগমন বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আসন্ন জনসভাকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ইউটি/টিএ