ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম।
তিনি জানান, জনসভা চলাকালে নিরাপত্তার স্বার্থে ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিএনপির জনসভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ড্রোন উড়াতে পারবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে বেলা ১১টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে সিলেট নগরীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সিলেট থেকে বিএনপির এই জনসভাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এসকে/এসএন