ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী। মান্না থেকে শাকিব খান- সুপারস্টারদের বিপরীতে কাজ করে অল্প সময়েই দর্শকমহলে পরিচিতি পেয়েছিলেন।
কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে থাকতেই হঠাৎ লাইট-ক্যামেরা থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী। দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে থাকার পর এবার বিয়ের সুখবর নিয়ে সামনে এলেন তিনি। অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন শাকিবা।
জানা গেছে, গত ১৯ জানুয়ারি পারিবারিকভাবে উজ্জ্বল ও শাকিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে বরের সঙ্গে তোলা ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তার দেওয়া ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘অপরিচিত বন্ধুর থেকে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো।’ এমন রহস্যময় ও ভিন্নধর্মী ক্যাপশন নেটিজেনদের মাঝে কৌতূহল জাগিয়েছে।
২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিবা, তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জীবনের গ্যারান্টি নেই’। ক্যারিয়ারে প্রায় ৪০টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, তার বর শেখ উজ্জ্বল হোসেন একসময় ছোটপর্দার নিয়মিত মুখ ছিলেন, যদিও বর্তমানে তাকে অভিনয়ে কম দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
এসকে/এসএন