হৃতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি ছড়িয়েছে। বেনারসের ঘাটে জুটিকে দেখা গেল সাত পাকে বাঁধা পড়তে। আর সেই ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়তেই নেটদুনিয়া জুড় খোঁজ পড়ল, কে এই হৃতিকা গিরি। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ? নাকি রাজনীতির?
জানা গেছে, আদতে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মেয়ে হৃতিকা গিরি।
হিরণের স্ত্রী অনিন্দিতার দাবি হৃতিকার বয়স ২১। আইনের ছাত্রী ছিলেন তিনি। রয়েছে তাঁর আইনে সাম্মানিক স্নাতক ডিগ্রিও। এখানেই শেষ নয়।
যোগব্যায়ামে জাতীয় স্তরে গোল্ড মেডেল পেয়েছিলেন হৃতিকা।
হৃতিকার ইনস্টাগ্রামে উঁকি দিলে, ভেসে ওঠে নানান ছবি ও ভিডিও। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই এই তথ্য জানা গেছে। এমনকি, জানা গেছে ২০১৯ এবং ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতাতেও সেরা হয়েছিলেন তিনি।
বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে।
হিরণের স্ত্রী অনিন্দিতা জানিয়ে ছিলেন, তিনি হৃতিকাকে হিরণের পার্সোনাল অ্যাসিস্টেন্ট (ব্যাক্তিগত সহকারী) বলেই জানতেন। টলিপাড়ার গুঞ্জন বলছে, টলিউডের এক হ্যান্ডসাম হিরো যার ছবি গত বছর পূজাতে মুক্তি পেয়েছে, তাঁর সঙ্গে নাকি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তিনি।
প্রসঙ্গত, হিরণের দ্বিতীয় বিয়ের ছবি দেখে স্ত্রী অনিন্দিতা জানান,”আমাদের বিয়ের বয়স ২৫। ডিভোর্স হয়নি।
মেয়ে ও আমার ওপর খুব অত্যাচার হয়েছে। কাউকে এটা বলিনি, কারণ মেয়েরও একটা ক্যারিয়ার রয়েছে। সেটা নষ্ট করতে চাইনি। এখন আর বলার কিছু নেই। সবাই তো সব কিছু দেখতেই পাচ্ছে। বলার কোনও ভাষা নেই। কতটা অভদ্র একটা লোক হতে পারে, আবার ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি পোস্ট করেছিল। কোনওদিন তো মেয়ের একটাও ছবি পোস্ট করেনি! এর থেকে বোঝা যায়, কতটা খারাপ মানুষ হিরণ।”
এমআই/টিকে