২০২৫ সালে স্কোপাস-ইনডেক্সড আন্তর্জাতিক জার্নালে ৬১৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীদের। এক বছরে এত সংখ্যক প্রকাশনা চবির ইতিহাসে সর্বোচ্চ।
স্কোপাস ডাটাবেজের তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে চবি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি। প্রকাশিত প্রবন্ধগুলোর মধ্যে রিসার্চ ও রিভিউ আর্টিকেল, কনফারেন্স প্রসিডিংস অন্তর্ভুক্ত রয়েছে।
এ বছর চবির গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে The Lancet ও Nature Communications-এর মতো আন্তর্জাতিক জার্নালেও।
বিভাগ ভিত্তিকভাবে রসায়ন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে তুলনামূলকভাবে বেশি গবেষণা প্রকাশ হয়েছে। অনুষদের মধ্যে সর্বাধিক ও সর্বোচ্চ মানের (Q1) প্রবন্ধ প্রকাশ করেছে জীববিজ্ঞান অনুষদ।
গবেষণা প্রকাশনায় আন্তর্জাতিক যৌথ কাজ হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব ও অস্ট্রেলিয়ার গবেষকদের সঙ্গে। মোট প্রকাশনার প্রায় ৫৫ শতাংশে অর্থায়ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
টিকে/