ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে তারেক রহমানের আগমন ঘিরে নরসিংদীতে মঞ্চ প্রস্তুত। নরসিংদীর পৌর শিশু পার্ক মাঠে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পথসভায় যোগ দেবেন তিনি।
জানা গেছে, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর এটি তারেক রহমানের সিলেট সফরের প্রথম পর্ব। সবশেষ দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০১৩ সালে নরসিংদী সফর করেন। সেই হিসাব অনুসারে, মায়ের সফরের ১৩ বছর পর তারেক রহমান নরসিংদীতে আসছেন, দলের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে।
এবার তিনি নরসিংদী শহরের বাসাইল পৌর শিশু পার্ক মাঠে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভাষণ দেবেন। এদিকে তারেক রহমানের নরসিংদী সফরকে কেন্দ্র করে শহরের বাসাইল পৌর পার্ক সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিশাল মঞ্চ নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মাইকিং ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর একটি দল এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভামঞ্চস্থল পরিদর্শন করেছেন।
অপরদিকে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহীর নেতৃত্বে দলের নেতারা দফায় দফায় সভামঞ্চ পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি তদারকি করছেন।
নরসিংদী জেলা বিএনপির নেতারা তারেক রহমানের এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। কারণ বিএনপি চেয়ারম্যান হিসেবে এটি তার প্রথম নরসিংদী জনসভা, যেখানে তিনি দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরবেন।
ধারণা করা হচ্ছে স্মরণাতীত কালের মধ্যে এটি হতে যাচ্ছে বিএনপির সর্ববৃহৎ পথসমাবেশ। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার তোর যেন সইছেনা নেতাকর্মীদের। বিপুল উৎসাহে প্রিয় নেতার পথসমাবেশে যোগ দিতে নিচ্ছেন নানান প্রস্তুতি। তাদের প্রত্যাশা নরসিংদীর মানুষের কল্যানে প্রতিশ্রুতিপূর্ণ বক্তব্যের মধ্যদিয়ে নতুন প্রাণের সঞ্চার হবে তৃনমূল নেতা-কর্মীদের মাঝে।
এর আগে বেলা ১১ টায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় করে জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।
মতবিনিময়সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থী মনজুর এলাহী। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নেতারা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নরসিংদীতে গৃহীত প্রস্তুতি, কর্মসূচি ও সাংগঠনিক বিষয়াদি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।
এ সময় তারা বলেন, তারেক রহমানের আগমন নরসিংদীর বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমাদের পক্ষ থেকে তারেক রহমানকে বরণ করতে নিরাপত্তা জোরদারসহ সম্ভাব্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার পর তারেক রহমানের এটাই প্রথম নরসিংদী সফর। সফরটি সফল করতে আমরা সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় মতবিনিময় করেছি। শহর ও গ্রামাঞ্চলে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। আশা করছি, এই পথসভায় কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে।’
এমআর/টিকে