ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেমে প্রথম দিনে যানজট সৃষ্টি করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর-৫ মনিরামপুর আসনের দুই প্রার্থীকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
আর্থিক দণ্ডপ্রাপ্ত দুই প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের শহীদ ইকবাল হোসেন ও জামায়েত ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের গাজী এনামুল হক। সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে শহীদ ইকবাল হোসেনের পক্ষে মনিরামপুর বাজারে বিপুল সংখ্যক কর্মী সমর্থক জড়ো হন। এতে কার্যত অচল হয়ে পড়ে মনিরামপুর বাজারের প্রধান সড়কের যান চলাচল। এদিকে একই সময়ে মনিরামপুর বাজারে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা মিছিল বের করেন গাজী এনামুল হক। এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান বলেন, নির্বাচনী প্রচারণায় নেমে যান চলাচল ও জনজীবনে বিঘ্ন ঘটান কলস ও দাঁড়িপাল্লা প্রতীকের দুই প্রার্থীর সমর্থকেরা। আচরণ বিধি ভঙ্গ করায় ২০২৫ সালের নির্বাচনী আচরণ বিধিমালার ২৭ (ক) ধারায় পৃথক অভিযানে কলস প্রতীকের প্রার্থীকে এক লাখ ৫০ হাজার টাকা ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এরপর কলসের প্রার্থী শহীদ ইকবালের পক্ষে মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক ও গাজী এনামুলের পক্ষে প্রফেসর আহসান হাবীব লিটন জরিমানা পরিশোধ করেন।
এমআই/টিকে