কিছুদিন আগেই মঞ্চে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন জনপ্রিয় গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক। পশ্চিম মেদিনীপুরে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়ে দর্শকের অসৌজন্যের শিকার হন তিনি।
ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের সরকারি উদ্যোগে আয়োজিত ‘সৃষ্টিশ্রী মেলা’-য়। বুধবার নির্ধারিত সময় অনুযায়ী মঞ্চে ওঠেন স্নিগ্ধজিৎ। অনুষ্ঠান চলাকালীন স্বাভাবিকভাবেই দর্শকদের একাংশ শিল্পীর সঙ্গে ছবি তুলতে ও হাত মেলাতে এগিয়ে আসেন। মঞ্চ থেকেই গায়ক যথাসাধ্য সকলের অনুরোধ রক্ষা করার চেষ্টা করছিলেন। অভিযোগ, সেই সময় দর্শকাসনে থাকা এক যুবক হাত মেলানোর অজুহাতে আচমকাই স্নিগ্ধজিৎকে ধাক্কা দেন।
অপ্রত্যাশিত এই ঘটনায় মঞ্চেই ক্ষোভ প্রকাশ করেন স্নিগ্ধজিৎ। প্রকাশ্যে অভিযুক্ত দর্শককে ক্ষমা চাইতে বলেন তিনি। গায়ক বলেন, তিনি ওই ব্যক্তির থেকে জুনিয়র হলেও এ ধরনের আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। কিছু বলার থাকলে ভদ্রভাবেই বলা যেত বলে মন্তব্য করেন তিনি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আয়োজকরা দ্রুত মঞ্চে উঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে মেদিনীপুরের একাধিক বিজেপি নেতা রাজ্য সরকারের সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, সরকারি অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না। শিল্পীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
উল্লেখ্য, এর আগে অনুষ্ঠান চলাকালীন একই ধরনের হেনস্তার শিকার হয়েছিলেন সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সেই ঘটনায় তিনি পুলিশের দ্বারস্থও হয়েছিলেন। পরপর দুই শিল্পীর সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘিরে আবারও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তা ও শিল্পীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।