ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, বিএনপি একটি ন্যায্য, সম্প্রীতির ও দায়বদ্ধ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে প্রতিহিংসা কিংবা কর্তৃত্ববাদী রাজনীতির কোনো স্থান থাকবে না। রাজনীতির গুণগত পরিবর্তন করতে ধানের শীষ একমাত্র ভরসা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে কলাবাগান ক্রিয়াচক্র কলাবাগান থানা বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রবিউল বলেন, আমরা একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই, সম্প্রীতির রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই। প্রতিহিংসার রাজনীতি নয়, কর্তৃত্ববাদী রাজনীতির নয় রাজনীতির গুণগত পরিবর্তন বিএনপির অঙ্গীকার, আমার অঙ্গীকার। রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন হবে, যেখানে রাষ্ট্রে আপনাদের মালিকানা প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্র ও সরকার আপনাদের মতামতের নেতৃত্বে চলবে।
তিনি আরও বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যেখানে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং রাজনীতিকদের প্রধান দায়িত্ব হবে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করা, সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধানে রাষ্ট্রকে বাধ্য করা। এই প্রকৃতিটা বাংলাদেশে অনুপস্থিত। সেই গুণগত মান, সেই জাতীয় প্রয়োজন আমার দল এবং আমি ধারণ করি।
আপনাদের রায়ের ভিত্তিতে যদি সরকার গঠনের সুযোগ বিএনপির হয় এবং আমি আপনাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পাই, তবে তা মর্যাদা রেখে বৃহত্তর জাতীয় স্বার্থে প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।
ঢাকা-১০ আসনের এই প্রার্থী নারী ভোটারদের উপস্থিতিতে বিশেষ সন্তোষ প্রকাশ করে বলেন, আমি খুব আনন্দিত হয়েছি এই এলাকার বাসিন্দারা, বিশেষ করে আমাদের নারী বোনেরা যেভাবে উপস্থিত হয়েছেন, তাতে মনে হচ্ছে আমরা সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি। রাজনৈতিকভাবে এই দেশ বিএনপির পাশে ছিল এবং আগামী দিনেও ধানের শীষে ভোট পাওয়ার অধিকার বিএনপি ডিজার্ভ করে। আপনারা যে রায় রাখবেন, বিএনপি তার অমর্যাদা করবে না। প্রতিনিধিত্ব করার যে সুযোগ আপনারা দেবেন, তার অমর্যাদাও আমি করব না।
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নিজে, আপনার পরিবার, পরিজন, বন্ধু ও প্রতিবেশী সবাইকে নির্বাচনে উৎসাহিত করবেন। নারী ভোটারদের উদ্দেশে বিশেষ আহ্বান জানিয়ে বলেন, বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা যদি মহল্লায়, পাড়ায়, প্রতিবেশীদের কাছে আমাদের প্রতিনিধিত্ব করেন, তবে আমাদের বিজয় রুখে দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না।
অন্য দলগুলোর সমালোচনা করে শেখ রবিউল আলম বলেন, কিছু নতুন ও ছোট দল রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য অবৈধ পন্থা অবলম্বন করছে, মানুষকে বিভ্রান্ত করছে ও প্রলোভন দিচ্ছে। রাষ্ট্র ব্যবস্থাপনায় তাদের কোনো অভিজ্ঞতা নেই। বিএনপি সংকটে বারবার রাষ্ট্র পরিচালনা করেছে, বিএনপি জানে কিভাবে একটি রাষ্ট্রকে ম্যানেজ করতে হয়, কীভাবে জনস্বার্থ ধারণ করতে হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করতে হয়।
তিনি স্বীকার করেন যে বিএনপির ভুলত্রুটি থাকতে পারে, তবে নতুনভাবে জনগণের আস্থা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। আপনারা আমাদের সুযোগ দিয়ে যাচাই করবেন বলেন তিনি।
সবশেষে তিনি বলেন, আপনাদের ব্যক্তিজীবন হোক সফল ও মঙ্গলময়। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে আপনাদের রায় প্রত্যাশা করছি। আমি শেখ রবিউল আলম, ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে আমার দল পাঠিয়েছে আপনারা আমাকে পাশে রাখবেন এই অধিকার দাবি করছি। এসময় কলাবাগান থানা এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসএস/এসএন