নিয়মিত শুটিংয়ের মাঝেই আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী রণিতা দাস। মঙ্গলবার, একুশ জানুয়ারি কাজ চলাকালীন হঠাৎ তীব্র মাথাব্যথায় কাবু হয়ে পড়েন তিনি। বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন দরদিয়া’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রণিতা। শুরুতে বিষয়টিকে সাময়িক ভেবে এড়িয়ে গেলেও যন্ত্রণা বাড়তে থাকায় দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির পরদিনই নিজের শারীরিক অবস্থার কথা সমাজমাধ্যমে জানান অভিনেত্রী। শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, হাতে চ্যানেল করা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। একটি ছবিতে জানালার দিকে তাকিয়ে থাকা রণিতার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও শেষ ছবিতে হালকা হাসি দেখে স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা।
ছবির সঙ্গে দেওয়া লেখায় অভিনেত্রী জানান, এই সময়টা তাঁর কাছে ব্যাখ্যা করা কঠিন। তবে যাঁরা তাঁকে সত্যিকারের ভালোবাসেন, এই মুহূর্তে তাঁরাই তাঁকে মানসিকভাবে আরও শক্ত করে আগলে রেখেছেন। তিনি লেখেন, সূচ কিংবা রক্ত তিনি একেবারেই সহ্য করতে পারেন না, তবু এই পরিস্থিতিতে কাছের মানুষদের উপস্থিতি তাঁকে সাহস জোগাচ্ছে।
রণিতা আরও লেখেন, ঈশ্বর কখনও কখনও এমন কিছু মুহূর্ত এনে দেন, যার মাধ্যমে বোঝা যায় তিনি আবেগগতভাবে কতটা নিরাপদ। যত দ্রুত সম্ভব আবার কাজে ফেরার চেষ্টা করছেন বলেও জানান অভিনেত্রী। অনুরাগীদের ভালোবাসা, প্রার্থনা এবং শুভকামনাকেই নিজের শক্তির উৎস বলে উল্লেখ করেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার মাথাব্যথা এতটাই তীব্র হয়ে ওঠে যে ওষুধে কোনও কাজ হয়নি। পরে ইনজেকশন দেওয়ার পরেও উপশম না হওয়ায় বমি শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে শুটিং ইউনিটের পক্ষ থেকে দ্রুত হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই প্রাথমিক সব পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বুধবার, বাইশ জানুয়ারি অভিনেত্রীর এমআরআই করা হয়েছে। সমস্ত রিপোর্ট স্বাভাবিক থাকলে খুব শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।
পিএ/টিএ