বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে ছয়টি দলের অংশগ্রহণে ৩৪টি ম্যাচের মধ্যে আর মাত্র বাকি আছে একটি ম্যাচ। সেই ম্যাচ দিয়েই হবে শিরোপার নির্ধারণ। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে নানা রকম আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই ইনিংসের মাঝপথে থাকবে ২০ মিনিট বিরতি। এরপর রাত ৯টা ২০ মিনিটের মধ্যে ফাইনাল শেষ হওয়ার কথা রয়েছে।
ফাইনালের মুহূর্তটিকে জাদুকরী সন্ধ্যা হিসেবে অভিহিত করে ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।
এতে উল্লেখ করা হয়েছে, 'সব বয়সের ক্রিকেটপ্রেমীরা, ২৩ জানুয়ারি শুক্রবার বিপিএল ফাইনালের প্রাক্বালে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক জাদুকরী সন্ধ্যার অংশ হতে আসুন।
তবে এখনও দেখা মেলেনি ট্রফির। বিসিবি সেই পরম আরাধ্য ট্রফি উন্মোচন করবে দর্শকদের সামনেই। বিপিএলের ফাইনাল শুরুর আগে বিকাল সাড়ে ৪টায় সেই ট্রফি উন্মোচনের আগে আবার সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সাথে থাকবে রংবেরঙের আবহে বিপিএল ফাইনালের অন্যরকম উন্মাদনা।
এদিন মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। লিগ পর্বে রাজশাহী ছিল শীর্ষে, চট্টগ্রাম ছিল পয়েন্ট টেবিলের দুইয়ে। তবে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী হেরে যায় চট্টগ্রামের কাছে। চট্টগ্রাম প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। রাজশাহীকে আবারো খেলে কোয়ালিফায়ার। এতে তাদের প্রতিপক্ষ ছিল এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারানো সিলেট টাইটান্স।
দ্বিতীয় কোয়ালিফায়ারে অবশ্য হতাশ হতে হয়নি রাজশাহীকে। সিলেটকে হারিয়ে ঠিকই জায়গা করে নেয় ফাইনালে। কাগজে-কলমে আসরের সেরা দুই দলের সেই লড়াইকে যতটা সম্ভব রঙিন করে তোলার চেষ্টাই চলছে বিসিবি।
এমআই/টিএ