বাম হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। তার পরিবর্তে ব্ল্যাকক্যাপস স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার পেসার কাইল জেমিসনকে।
রবিবার এসএ২০ লিগে বোলিং করার সময় চোট পান মিলনে। পরবর্তী স্ক্যানে তার হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
ফলে বিশ্বকাপে তার খেলা আর সম্ভব হচ্ছে না।
কাইল জেমিসন বর্তমানে ব্ল্যাকক্যাপসের সাদা বলের ভারত সফরের দলে রয়েছেন। তিনি আগে বিশ্বকাপের জন্য ট্রাভেলিং রিজার্ভ হিসেবে মনোনীত ছিলেন। এখন তাকে মূল স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
ব্ল্যাকক্যাপসের প্রধান কোচ রব ওয়াল্টার অ্যাডাম মিলনের চোটে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই অ্যাডামের জন্য খুবই হতাশ। সে টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করেছিল এবং সাম্প্রতিক ম্যাচগুলোতে দারুণ ফর্মে ছিল। এই দুর্ভাগ্যজনক সময়ে আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।’
জেমিসনকে নিয়ে আশাবাদী কোচ ওয়াল্টার বলেন, ‘কাইল ইতিমধ্যেই আমাদের সঙ্গে ভারতে রয়েছে, যা দলের জন্য বড় সুবিধা।
সে আমাদের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য এবং তার অভিজ্ঞতা বিশ্বকাপে খুবই কাজে আসবে।’
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপ স্কোয়াডের জন্য ১৬তম ট্রাভেলিং রিজার্ভ খেলোয়াড়ের নাম শিগগিরই ঘোষণা করা হবে।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবে ব্ল্যাকক্যাপসরা। তবে গুরুত্বপূর্ণ সময়ে মিলনের ছিটকে যাওয়া দলের বোলিং আক্রমণে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এমআই/টিএ