কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে গাজার বোর্ড অব পিসে যোগদানের জন্য দেয়া আমন্ত্রণ বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প এ তথ্য জানিয়েছেন বলে শুক্রবার (২৩ জানুয়ারি) সংবামাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে, কানাডার যোগদান সংক্রান্ত আপনাকে পাঠানো শান্তি পর্ষদের আমন্ত্রণ প্রত্যাহার করা হলো।’
কানাডার আমন্ত্রণ তুলে নেয়ার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের ‘শান্তি পর্ষদের’ দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ বা গাজা শান্তি বোর্ড গঠন করে বিশ্বের অনেক দেশের নেতাদের এতে যোগদানের জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন। এরইমধ্যে অনেক দেশ এই বোর্ডের সদস্য হয়েছেন।
গাজার শান্তি পর্ষদকে ২০২৭ সালের শেষ নাগাদ গাজার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা তদারকি করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট দেয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই বোর্ডকে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন সংঘাত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করতে চায়।
প্রস্তাবিত এই বোর্ডের আজীবন চেয়ারম্যান হবেন ডনাল্ড ট্রাম্প। বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার ফি দিতে হবে।
চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে বক্তব্য দেন মার্ক কার্নি। তিনি বলেন, ‘বোর্ড অব পিস’-এ যোগ দেয়ার জন্য তার দেশ কোনো অর্থ দিতে পারবে না। আমেরিকার নেতৃত্বে বিশ্ব ব্যবস্থায় ভাঙন ধরেছে বলেও মন্তব্য করেন কার্নি।
এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া দেয়া ভাষণে কানাডার প্রধানমন্ত্রীর সমালোচনা করে ট্রাম্প বলেছেন, কানাডা বেঁচে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই। তবে ট্রাম্পের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কার্নিও।
স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন আইনসভার অধিবেশনের আগে কুইবেক সিটিতে এক ভাষণে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে নয়, কানাডা বেঁচে আছে কানাডিয়ানদের জন্যই। যদিও তিনি দুই দেশের (কানাডা-যুক্তরাষ্ট্র) মধ্যে ‘অসাধারণ অংশীদারিত্বের কথা স্বীকার করেছেন। এরপরই গাজার বোর্ড পিসে যোগদানের জন্য কার্নিকে দেয়া আমন্ত্রণপত্র প্রত্যাহারের কথা জানান ট্রাম্প।
এমআই/টিএ