নিরাপত্তার হুমকির কথা জানিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে নেমেছেন গাজীপুর-৩ আসন (শ্রীপুর-সদর উপজেলা আংশিক) এর ঘোড়া প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ইজাদুর রহমান মিলন। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে তিনি শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের সাথে মতবিনিময় করেন।
এ সময় ইজাদুর রহমান মিলন বলেন, সম্প্রতি মোবাইল ফোনে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকির প্রেক্ষিতে ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় বুলেটপ্রুফ জ্যাকেট পরে বাড়ি থেকে বের হয়েছেন। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হচ্ছে বলে জানান তিনি।
গণসংযোগকালে ভোটারদের প্রতিক্রিয়ায় মিলন বলেন, ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে ইতিবাচক সাড়া পেয়েছি, যা আমাকে নির্বাচনি প্রচারে আরো উৎসাহিত করছে।
ইজাদুর রহমান মিলন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০২৪ সালে বিএনপি তাকে বহিষ্কার করে। বর্তমানে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসকে/টিকে