বিগ ব্যাশ লিগে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না বাবর আজম। তার দল সিডনি সিক্সার্স ফাইনালে খেলার দৌড়ে থাকলেও হতাশ করেছেন তিনি। ১১ ম্যাচে ১১ ইনিংসে ২০২ রান তার, স্ট্রাইক রেট ১০৩ এর একটু বেশি। সর্বোচ্চ রান অপরাজিত ৫৮। বিগ ব্যাশ লিগে ফ্লপ এই ব্যাটারকে সম্ভাব্য শেষ দুই ম্যাচের আগেই জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল। প্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও ডাক পেলেন পাকিস্তানি ব্যাটার।
আজ (শুক্রবার) ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই দলে ফেরানো হয়েছে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়া আরেক তারকা শাহীন আফ্রিদিকে। বিগ ব্যাশে হাঁটুর চোট নিয়ে বিশ্বকাপে সুযোগ আদায়ে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে ছিলেন এই ফাস্ট বোলার। ফিট থাকায় তিনিও খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়া সিরিজে।
আবরার আহমেদ, মোহাম্মদ নওয়াজ ও উসমান তারিকের সঙ্গে স্পিন বোলিং ইউনিটকে নেতৃত্ব দেবেন শাদাব খান। আগামীকাল (শনিবার) লাহোরে স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে হাজির থাকতে বলা হয়েছে। সিরিজের শেষ দুই ম্যাচ ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি।
আগামী ২৮ জানুয়ারি পাকিস্তানে পা রাখবে অস্ট্রেলিয়া। ২০২২ সালের এপ্রিলের পর পাকিস্তানে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে অজিরা।
পাকিস্তান ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে টি-টোয়েন্টিতে ২৮ বার একে অন্যের সঙ্গে খেলেছে। অস্ট্রেলিয়া জিতেছে ১৪ ম্যাচ, পাকিস্তান ১২টি, একটি করে টাই ও নো রেজাল্ট।
পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফাই (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।
আরআই/টিকে