বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ও বিয়াকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। বুধবার রাতে তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি মুখ খুলে জানিয়েছেন, গত পাঁচ বছর ধরে তাঁরা সম্পর্কিত ছিলেন। সেই পোস্ট সামাজিক মাধ্যমে প্রকাশের একদিনের মধ্যেই মুছে দেওয়া হয়। এর পর প্রকাশ্যে এসেছে হিরণ ও ঋতিকার একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে ঋতিকা হিরণকে ভাইফোঁটা দিচ্ছেন।
এই ছবিকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তিনি বলেন, “২০২১ সালের নভেম্বরে যদি ঋতিকা হিরণকে ভাইফোঁটা দেন, তা হলে পাঁচ বছর ধরে সম্পর্কের কথা কীভাবে মেনে নেওয়া হবে? হিরণের খড়্গপুরের বাড়িতে এই ভাইফোঁটার ছবি দেখে বুঝতে পারি, আমি মিথ্যা বলছি না। ভাই হিসাবে ভাইফোঁটা দিয়ে একজনকে আবার কীভাবে বিয়ে করতে পারে? ভাবতেই লজ্জা লাগে।”
গত কয়েক বছর ধরে হিরণ খড়্গপুর থেকে কলকাতার বাড়িতে যাতায়াত করতেন। অনিন্দিতা জানিয়েছেন, তাঁদের যোগোযোগ কখনো পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। ২০২৪ সালে তারা বিদেশেও গিয়েছিলেন, সেই সময় ঋতিকা সম্পর্কে কানাঘুষো শুনেছিলেন অনিন্দিতা। তবে হিরণের সঙ্গে সম্পর্ক মসৃণ না থাকলেও তিনি স্বামীর কথা বিশ্বাস করেছিলেন।
অনিন্দিতা আরও যোগ করেন, “ও যাতায়াত করত, কিন্তু আমি অভিমান করে কথা বলতাম না। এত দিন চুপ ছিলাম, কারণ পরিবারের অসম্মান হোক চাইনি। এই কয়েক বছরে আমার এবং মেয়ের উপর মানসিক অত্যাচার হয়েছে।” এ ঘটনার পরও হিরণ এখনও নীরব। তাঁর বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।
এমকে/টিএ