হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচার করানোর প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য সময়সূচি সামনে এসেছে।
ক্লাব সূত্র ও স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর বরাতে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে ম্যাচেই সান্তোসের জার্সিতে প্রথমবার মাঠে নামতে পারেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে।
এর আগে আজ ভোরে ক্যাম্পেওনাতো পাউলিস্তায় করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ক্লাবের মেডিকেল টিমের পরামর্শে তার প্রত্যাবর্তন আরো কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের কারণে এ বছর ব্রাজিলিয়ান ফুটবলের সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে রাজ্য লিগ ক্যাম্পেওনাতো পাউলিস্তার পাশাপাশি একই সময়ে ব্রাজিলিয়ান সিরি আ-তেও খেলতে হবে সান্তোসকে।
এই সপ্তাহে করিন্থিয়ান্স ও ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচের পর আগামী বুধবার চ্যাপেকোয়েন্সের বিপক্ষে সিরি আ-তে মৌসুম শুরু করবে সান্তোস।
এরপর আবার সাও পাওলোর বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে, রাজ্য লিগ ও সিরি আ-তে। এই সময়েই নেইমারের প্রত্যাবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ফিটনেস ফিরে পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন নেইমার।
যদি নির্ধারিত সময়ের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারেন, তাহলে বিশ্বকাপের আগে তার হাতে থাকবে প্রায় চার মাসের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ।
এই সময়ে সান্তোস খেলবে ক্যাম্পেওনাতো পাউলিস্তা, সিরি আ, কোপা দো ব্রাজিল ও কোপা সুদামেরিকানায়। ফলে নেইমারের জন্য থাকবে পর্যাপ্ত সুযোগ নিজেকে প্রমাণ করার এবং ব্রাজিল জাতীয় দলে জায়গা নিশ্চিত করার।
এমআর/টিএ