অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলে একটিতে হেরেছে বাংলাদেশ। অন্য ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে। তাই সুপার ফোরে উঠতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ যুবাদের। জয়ের লক্ষ্যে খেলতে নেমে অর্ধেক কাজটা ভালোভাবেই সম্পন্ন করলেন বাংলাদেশের বোলাররা। যুক্তরাষ্ট্রকে অল্পতেই আটকে দিয়েছেন আজিজুল হাকিম তামিম বাহিনী।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১৯৯ রান করেছে যুক্তরাষ্ট্র। ফলে জিততে হলে বাংলাদেশ করতে হবে ২০০ রান।
হারারেতে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। প্রথম তিন ওভারেই সাজঘরের পথ ধরেন দুই ব্যাটার। আউট হওয়ার আগে ১ রান করে করেন ওপেনার আমরিন্দার সিং ও দ্বিতীয় উইকেটে খেলতে নামা অর্জুন মহেশ।
দলের চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ওপেনার সাহিল গার্গ ও উৎকর্ষ শ্রীভাস্তব। আউট হওয়ার আগে ৩৫ রান করেন সাহিল। আর দলনেতা শ্রীভাস্তবের ব্যাট থেকে আসে ৩৯ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি খেলেন আদনিত জাম্ব। এছাড়া অদিত কাপ্পা ১৬, শিব সানি ৬, নিতিশ সুদিনি ১৭, আরেপাল্লি ১, সাহির ভাটিয়া ৩ ও আপ্পিদি ০ রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। আর দুটি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।
আরআই/টিকে