বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত জীবনে দেশের কল্যাণের কথা ভেবেছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে নির্বাচনী জনসভায় তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাসিত জীবনে দেশের কল্যাণের কথা ভেবেছেন তারেক রহমান। যিনি আমাদের কাজ করতে পারবেন, তাকেই নির্বাচিত করতে হবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবো। এখন যারা নির্বাচন করছেন, বিএনপি ছাড়া কারও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, একজন প্রার্থী বলেছেন, বিএনপি ঢাকার একটি আসনেও বিজয়ী হবে না। যিনি এ কথা বলেছেন, তিনি কি আল্লাহ থেকে হুকুম পেয়েছেন? কিন্তু তার দলই কোনো দিন ঢাকায় কোনো আসনে জেতেনি। এই দম্ভের কারণেই তাদের পতন হবে।
এসকে/টিকে