দুর্নীতি করা যাবে না, করতে দেওয়াও হবে না- বলে মন্তব্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি, দুঃশাসন এই জাতিকে সর্বহারা জাতিতে পরিণত করেছে। তারা বলেছিলেন দেশকে সিঙ্গাপুর ও কানাডা বানাবেন। কিন্তু তারা ব্যাংক লুট করে টাকা পাচার করে সিঙ্গাপুর ও কানাডায় সম্পদ ও ব্যবসা করেছেন।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘গর্বের বাংলাদেশ গড়তে যোগ্যতা অনুযায়ী নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে। নির্বাচন সামনে রেখে কোনো মিথ্যা আশ্বাস আমরা দেব না। দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন। যোগ্যতা অনুযায়ী নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে।
জামায়াত আমির আরো বলেন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। আমাদের দায়িত্ব দিলে, উত্তরবঙ্গে প্রথম ওখানে কোদালের কোপ দেওয়া হবে। জায়গায় জায়গায় শিল্প কারখানা তৈরি করা হবে।
এবি/টিকে