দুই প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন মোড়। নিজের নবগঠিত শান্তি পরিষদ থেকে কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, শান্তি পরিষদে কানাডার যোগদানের আমন্ত্রণ প্রত্যাহার করা হয়েছে এবং এই সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে ধরে নিতে সবাইকে অনুরোধ জানান তিনি।
এর আগে, চলতি সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় ‘ফাটল’ ধরার আশঙ্কার কথা বলায় আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেন।
কানাডা আগেই জানিয়েছিল, তারা এই শান্তি পরিষদে যোগ দিতে আগ্রহী হলেও এর জন্য কোনো আর্থিক অনুদান দিতে পারবে না।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রধান আন্তোনিও কস্তা জানিয়েছেন, এই শান্তি পরিষদের কাঠামো ও পরিধি নিয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে গাজা সংকটসহ কিছু ইস্যুতে তারা এই সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র এই শান্তি পরিষদকে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য একটি নতুন বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পরিষদের চেয়ারম্যান হিসেবে ব্যাপক নীতিনির্ধারণী ক্ষমতা থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে।
বিশ্লেষকদের মতে, কানাডাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধু দুই দেশের সম্পর্কেই নয়, বরং ট্রাম্পের শান্তি পরিষদের ভবিষ্যৎ গ্রহণযোগ্যতা নিয়েও নতুন প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহলে।
টিজে/টিকে