আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মৌলভীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের মধ্যে আস্থা ফিরাতে যৌথবাহিনীর টহল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টহল কার্যক্রমের উদ্বোধন করেন জেলা রির্টানিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।
টহল কার্যক্রমের উদ্বোধনী দিনে যৌথবাহিনী নির্ধারিত রুট অনুযায়ি চৌমোহনা পয়েন্ট, কুসুমবাগ পয়েন্ট, বেরীর পাড় পয়েন্ট ও ঢাকা বাসস্ট্যান্ড অতিক্রম করে শ্রীমঙ্গল উপজেলায় টহল দেয়। ভানুগাছ রোড হয়ে কমলগঞ্জ উপজেলা, মুন্সীবাজার ও শমসেরনগর রোড প্রদক্ষিণ শেষে পুনরায় চৌমোহনা পয়েন্টে এসে শেষ সম্পন্ন হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবার লক্ষ্যে এ ধরণের যৌথ টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
এসকে/টিকে