বিগ ব্যাশ লিগের (বিবিএল) গত মৌসুমে হোবার্ট হারিকেন্স তাদের দলে রেখেছিল রিশাদ হোসেনকে। তবে অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি। এবার তিনি সুযোগ পেলেন একই দলের হয়ে এবং স্মরণীয় করে রাখলেন অভিষেক বিবিএল মৌসুম। বাংলাদেশের লেগস্পিনারের দল হোবার্ট প্লে-অফ পর্বের চ্যালেঞ্জারে সিডনি সিক্সার্সের কাছে হেরে গেছে। তবে নিজ দলের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়ে লিগ শেষ করেছেন তিনি।
১২ ম্যাচে ১১ ইনিংসে ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছেন রিশাদ। যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন এই লেগস্পিনার। ক্রমতালিকায় তার অবস্থান সাত নম্বরে। রিশাদের সেরা বোলিং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে, ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট।
রিশাদ সিডনি থান্ডারের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো উইকেট পাননি। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে নেন ২ উইকেট। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে পরের ম্যাচে আরেকটি উইকেট যোগ করেন রিশাদ। এরপর পার্থ স্কোর্চারের বিপক্ষে তিন উইকেটের দেখা পান তিনি। পরে তিন ম্যাচ ছাড়া আর প্রত্যেক ম্যাচেই উইকেট পেয়েছেন রিশাদ। সিডনির কাছে আজ (শুক্রবার) ৫৭ রানে হারের ম্যাচে দুটি উইকেট নেন তিনি।
আরআই/টিকে