একটি উইকেট দরকার ছিল, তাহলেই রেকর্ড! ইনিংসের শেষ বলে সেই আকাঙ্ক্ষিত উইকেট নিয়ে সেই সাফল্য পেয়েও গেলেন শরিফুল ইসলাম। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরতি ক্যাচে বিপিএলের এই আসরে ২৬তম উইকেট নিলেন চট্টগ্রাম রয়্যালসের পেসার।
বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন শরিফুল। ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি। পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড। গতবার দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন। আজ (শুক্রবার) তার সেই কীর্তি থেকে এক উইকেট পেছনে ছিলেন শরিফুল। ফাইনালে দুটি উইকেট নিয়ে জাতীয় দলের সতীর্থকে ছাড়িয়ে গেলেন তিনি।
শরিফুল এই আসরে ২৬৯ বল করেছেন। রান দিয়েছেন ২৬২। সেরা বোলিং ফিগার ৯ রানে ৫ উইকেট। ১০.০৭ গড় ও ৫.৮৪ ইকোনমি রেটে বিপিএল শেষ করলেন তিনি। নোয়াখীল এক্সপ্রেসের বিপক্ষে তার সেরা বোলিং ছিল। একই দলের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট পান তিনি। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষেই কেবল উইকেটশূন্য ছিলেন শরিফুল। তিন উইকেট নিয়েছেন তিনবার, দুটি করে চারবার।
এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির মর্যাদা পাচ্ছেন শরিফুল। তার নিকটবর্তী বোলার সিলেট টাইটান্সের নাসুম আহমেদ (১৮)।
আরআই/টিকে