সম্প্রতি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে সানগ্লাস পরা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই হু হু করে বাড়তে শুরু করল চশমা প্রস্তুতকারক কোম্পানির শেয়ারের দাম। গত বৃহস্পতিবার আইভিশন টেক নামের ওই প্রতিষ্ঠানের শেয়ারের দাম প্রায় ২৮ শতাংশ বেড়ে গেছে।
মাখোঁর এই লুক নিয়ে ইন্টারনেটে রীতিমতো হুলুস্থুল পড়ে গেছে। অনেকেই তাঁকে ১৯৮৬ সালের বিখ্যাত সিনেমা 'টপ গান'-এর নায়ক টম ক্রুজের সঙ্গে তুলনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মিম।
আইভিশন টেক জানিয়েছে, মাখোঁ তাদের সহযোগী প্রতিষ্ঠান হেনরি জুলিয়ানের চশমা পরেছিলেন। মডেলটির নাম প্যাসিফিক এস-০১। তাদের ওয়েবসাইটে এর দাম দেখানো হয়েছে ৬৫৯ ইউরো।
আইভিশন টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানো ফুলচির বলেন, 'বিষয়টি শেয়ারবাজারে নিশ্চিতভাবেই একধরনের চমক তৈরি করেছে।'
শেয়ারের এই উল্লম্ফনে ইতালীয় কোম্পানিটির বাজারমূলধন বা মার্কেট ক্যাপ এক ধাপে প্রায় ৩৫ লাখ ইউরো বেড়ে যায়। স্টেফানো ফুলচির জানান, ২০২৪ সালে তিনি নিজেই মাখোঁকে এই চশমাটি পাঠিয়েছিলেন, তাই ছবিতে চশমাটি চিনতে তাঁর কোনো ভুল হয়নি।
তবে ঘরের ভেতরে মিটিং চলাকালে মাখোঁ কেন সানগ্লাস পরেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর। জানানো হয়েছে, চোখের একটি রক্তনালি ফেটে যাওয়ায় সুরক্ষার জন্য তাঁকে চশমাটি পরতে হয়েছে। অবশ্য প্রেসিডেন্টের দপ্তর থেকে চশমার ব্র্যান্ডের নাম নিশ্চিত করা হয়নি।
মিলান স্টক এক্সচেঞ্জে গত বুধবারই কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছিল। অতিরিক্ত দাম বাড়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন কিছু সময়ের জন্য বন্ধও রাখা হয়। বৃহস্পতিবারও লেনদেন শুরুর পর শেয়ারের দামে রেকর্ড উল্লম্ফন দেখা যায়।
আরআই/টিকে