যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে নতুন এক যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) চূড়ান্ত করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স। এর মাধ্যমে একটি মার্কিন সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন প্রতিষ্ঠান গঠন করা হবে, যা যুক্তরাষ্ট্রের ২০ কোটিরও বেশি ব্যবহারকারীর ডেটা বা তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে।
বৃহস্পতিবার বাইটড্যান্সের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই চুক্তিকে সোশ্যাল মিডিয়া জায়ান্টটির জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ২০২০ সালের আগস্টে জাতীয় নিরাপত্তার অজুহাতে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপটি নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, যার পর থেকে দীর্ঘ সময় ধরে আইনি লড়াই চলছে।
বাইটড্যান্স জানিয়েছে, 'টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি' নামের এই প্রতিষ্ঠানটি ডেটা প্রাইভেসি এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য, অ্যাপ এবং অ্যালগরিদমের সুরক্ষা দেবে।
চুক্তি অনুযায়ী, এই নতুন উদ্যোগে আমেরিকান ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাতে থাকবে ৮০ দশমিক ১ শতাংশ মালিকানা। অন্যদিকে বাইটড্যান্সের হাতে থাকবে ১৯ দশমিক ৯ শতাংশ।
টিকটক ইউএসডিএস জেভি-এর তিনজন ব্যবস্থাপনা বিনিয়োগকারী হিসেবে থাকছে ক্লাউড কম্পিউটিং জায়ান্ট ওরাকল, প্রাইভেট ইকুইটি গ্রুপ সিলভার লেক এবং আবুধাবি-ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। প্রত্যেকের হাতে থাকবে ১৫ শতাংশ করে শেয়ার।
এছাড়া ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেলের বিনিয়োগ সংস্থা ডেল ফ্যামিলি অফিসসহ ভাস্টমেয়ার স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস, আলফা ওয়েভ পার্টনারস, রেভোলিউশন, মেরিট ওয়ে, ভিয়া নোভা, ভার্গো এলআই এবং এনজেজে ক্যাপিটালও এই উদ্যোগে বিনিয়োগ করেছে।
চুক্তির প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, 'টিকটক এখন একদল মহান আমেরিকান দেশপ্রেমিক এবং বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারীদের মালিকানায় থাকবে।'
তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমাদের সঙ্গে কাজ করার জন্য এবং শেষ পর্যন্ত চুক্তি অনুমোদন করার জন্য তাকে ধন্যবাদ। তিনি অন্য পথে হাঁটতে পারতেন, কিন্তু হাঁটেননি। তার এই সিদ্ধান্তের প্রশংসা করছি।'
টিকটক ইউএসডিএসের সাবেক কর্মকর্তা অ্যাডাম প্রেসার এবং উইল ফারেলকে যথাক্রমে সিইও এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টিকটকের বর্তমান সিইও শাউ চ্যু, যিনি টিকটকের গ্লোবাল বিজনেস ও স্ট্র্যাটেজি দেখেন, তাকেও এই নতুন উদ্যোগের বোর্ডে রাখা হয়েছে।
টিকটক জানিয়েছে, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্যের ওপর ভিত্তি করে টিকটকের কনটেন্ট রিকমেন্ডেশন বা সুপারিশের অ্যালগরিদমকে নতুন করে প্রশিক্ষণ, পরীক্ষা ও আপডেট করবে। এই অ্যালগরিদম ওরাকলের ইউএস ক্লাউডে সুরক্ষিত থাকবে।
২০২৪ সালের এপ্রিলে পাস হওয়া একটি আইনে বাইটড্যান্সকে পরবর্তী জানুয়ারির মধ্যে তাদের মার্কিন সম্পদ বিক্রি করতে বলা হয়েছিল, অন্যথায় নিষেধাজ্ঞার মুখে পড়ার কথা ছিল। সুপ্রিম কোর্টও এই আইন বহাল রেখেছিল। তবে ট্রাম্প পরে আইনটি কার্যকর না করার সিদ্ধান্ত নেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র ও চীনের সরকার উভয়েই এই চুক্তিতে সম্মতি দিয়েছে। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সেপ্টেম্বরে রয়টার্স জানিয়েছিল, বাইটড্যান্স টিকটকের মার্কিন ব্যবসায়িক কার্যক্রমের মালিকানা ধরে রাখলেও অ্যাপের ডেটা, কনটেন্ট ও অ্যালগরিদমের নিয়ন্ত্রণ এই নতুন উদ্যোগের হাতে ছেড়ে দেবে। সূত্রমতে, ই-কমার্স ও বিজ্ঞাপনের মতো আয়বর্ধক খাতগুলো বাইটড্যান্সের মালিকানাধীন একটি পৃথক বিভাগের অধীনে থাকবে। আর নতুন জয়েন্ট ভেঞ্চারটি প্রযুক্তি ও ডেটা সেবার বিনিময়ে আয়ের একটি অংশ পাবে।
এসকে/টিকে