শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করতে হবে। তথ্য-প্রযুক্তির যুগে নিজেদেরকে দক্ষ করতে হবে। আমাদের দেশকে আমাদেরই এগিয়ে নিতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) কুমিল্লা কোটবাড়ি এলাকায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব ও ডিগ্রি প্রদান করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
এ সময় তিনি বলেন, আপনাদের (শিক্ষার্থীদের) উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করতে হবে। দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। এখন তথ্য-প্রযুক্তির যুগ। এআইয়ের ব্যবহার শিখতে হবে। বিজ্ঞানকে কাজে না লাগালে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা নিতে হবে।
এম সাখাওয়াত হোসেন আরও বলেন, আমরা নিয়ম মানি না। তাই এখনো দেশের ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে পারিনি। আমাদের সবাইকে নিয়ম মানার চর্চা করতে হবে।
তিনি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়টির কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া ও সুন্দর সমাবর্তন আয়োজনে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন।
সমাবর্তনে বক্তা ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. সবুর খান।
গেস্ট অব অনারের বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল।
আরআই/টিকে