২.৫ ট্রিলিয়ন ডলারের বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
এই খনিজগুলোর মধ্যে রয়েছে স্বর্ণ, তামা ও লিথিয়াম। পাশাপাশি রয়েছে টার্বিয়াম, নিওডিমিয়াম ও প্রাসিওডিমিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো বিরল খনিজ উপাদানও। এগুলো মূলত বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক সামরিক প্রযুক্তিতে অপরিহার্য।
বর্তমানে এই খাতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে চীন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্যমতে, বর্তমানে দেশটি পরিশোধিত বিরল খনিজ উৎপাদনের ৯০%-এর বেশি এবং মোট উৎপাদনের ৬০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে।
মূলত, তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে খনিজ খাতকে কৌশলগতভাবে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির অনুসন্ধানমূলক খনন বাজেট বেড়েছে প্রায় ৫৯৫ শতাংশ। নতুন নতুন খনির লাইসেন্স দেওয়া হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিকে।
টিজে/টিকে