নারায়ণগঞ্জের ফতুল্লায় কোস্টগার্ডের অভিযানে প্রায় ২১ কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়িসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শাড়ি ও একটি কাভার্ড ভ্যানসহ অভিযুক্তকে আটক করে।
কোস্টগার্ড সূত্র জানায়, আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে চোরাচালান তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে দেশে আনা অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা। এ সময় ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জব্দ করা মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
আরআই/টিকে