দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবু ছালেক চৌধুরী টিপু নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দেশটির প্রিটুরিয়া কুমাথলাঙ্গা শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে তিনি প্রাণ হারান।
নিহত টিপু চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তছি সরকারবাড়ির মৃত আবু তাহের চৌধুরীর সেজ ছেলে। তিনি তিন সন্তানে জনক ছিলেন।
নিহতের ভাতিজা রাব্বি চৌধুরী তুর্জয় বলেন, শুক্রবার বিকালে আমার চাচা তার দোকানে ছিলেন। ওই সময় তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা। চাচার মাথা ও হাতে গুলি লাগে। ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
তুর্জয় আরও বলেন, “টিপু চাচা দক্ষিণ আফ্রিকায় বিয়ে করেছেন। সেখানে তার স্ত্রী, দুই ছেলে ও এত মেয়ে রয়েছে। প্রায় ২৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় আছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে দেশে এসেছিলেন। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।”
টিপুর ছোট ভাই আবু সায়েম চৌধুরীকে দক্ষিণ আফ্রিকায় কুপিয়ে হত্যা করা হয় বলে জানান তুর্জয়। তিনি বলেন, “২০০৬ সালে আমার ছোট চাচা সায়েমকেও দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিলো। ছোট চাচার পর আজ সেজ চাচাও চলে গেলো।”