ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে, এখন পাকিস্তানি মাল আসবে নাকি : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে, এখন নতুন করে পাকিস্তানি মাল আসবে নাকি?’ তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাবের রাজনীতি বন্ধ করতে হবে এবং দেশের শক্তি হতে হবে দেশের জনগণের শক্তি।

সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ একসময় রাজনৈতিক দল হিসেবে থাকলেও সময়ের ব্যবধানে সেটি মাফিয়া দল এবং পরে ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগকে ‘মেইড ইন ইন্ডিয়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের এই পার্টিটা ছিল মেইড ইন ইন্ডিয়া। দেশের বিপক্ষের শক্তি হিসেবে তারা প্রকাশিত হয়েছে।

এরা অরাজনৈতিক শক্তি ছিল, মাফিয়া শক্তি ছিল। এই দলে কোনো রাজনৈতিক চরিত্র ছিল না।’ তিনি আরো বলেন, ‘দেশে এখন আর বিদেশি মাল নাই। বাংলাদেশে একটা আওয়ামী লীগ নামের পার্টি ছিল, একসময় রাজনৈতিক পার্টি ছিল। পরে এটা মাফিয়া পার্টি হইছে, ফ্যাসিবাদী পার্টি হইছে।’

বক্তব্যে গার্মেন্টস শিল্পের উদাহরণ টেনে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, কোনো উৎপাদিত দ্রব্যের পেছনে যেমন লেখা থাকে ‘মেইড ইন বাংলাদেশ’ ঠিক তেমনি রাজনীতিতেও কারা কোথা থেকে ‘তৈরি’ তা মানুষের কাছে স্পষ্ট।

তিনি বলেন, ‘আমরা বিদেশে গেলে শার্টের ভেতরে লেখা থাকে ‘মেইড ইন বাংলাদেশ’। গার্মেন্টস তো সব এখানে তৈরি হয়, তারপর বিদেশে যায়। ঠিক তেমনি আওয়ামী লীগ ছিল ‘মেইড ইন ইন্ডিয়া’। ইন্ডিয়ার মাল তো ইন্ডিয়াতে রপ্তানি হয়ে গেছে- ঠিক। এখন নতুন করে আবার পাকিস্তানি মাল আসবে নাকি?, উত্তরে তিনিই বলেন ‘না’।

সালাহউদ্দিন দাবি করেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে যে রাজনৈতিক শক্তি রয়েছে, তার নাম বিএনপি। বাংলাদেশের শক্তি বাংলাদেশের মানুষের দল, বাংলাদেশের স্বাধীনতা-পক্ষের দল, বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের দলের নাম বিএনপি।

ভোটের মৌসুমে ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার প্রবণতারও সমালোচনা করেন তিনি। যারা দেশের জন্য কোনো পরিকল্পনা, নীতি বা কর্মসূচি না দিয়ে শুধুমাত্র ধর্মীয় আবেগকে ভোটের জন্য কাজে লাগাতে চায়, তাদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, যারা দেশের জন্য কোনো পরিকল্পনা দিচ্ছে না, কোনো নীতি ঘোষণা করছে না, কোনো কর্মসূচি ঘোষণা করছে না, শুধু বলছে মরলে জান্নাতে যাওয়ার জন্য একটা ভোট দাও, এটা কোনো কথা হইল?

তিনি বলেন, জান্নাত-জাহান্নামের সিদ্ধান্ত মানুষের হাতে নয়। আল্লাহই বিচার দিবসে নির্ধারণ করবেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আমরা এখন নির্ধারণ করে দিচ্ছি, কোথায় ভোট দিলে কে জান্নাতে যাবে এগুলা ঈমানের ক্ষতি করছে।

 সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ মূলত রাসূল (সা.)-এর শিক্ষা অনুসরণ করে এবং মদিনার ইসলামে বিশ্বাসী। এ দেশের শতকরা ৯০-৯২ ভাগ মুসলমান। আমরা রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণ করি। তাই আমরা বলি,  আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি।”

ভোটের মৌসুমে নানা ধরনের বিভ্রান্তি তৈরির চেষ্টা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, মানুষের উচিত ইহকালের বাস্তব প্রয়োজন নিয়ে ভাবা এবং জনগণের কল্যাণে কী পরিকল্পনা করা হচ্ছে তা দেখা।

বিএনপিকে পরীক্ষিত রাজনৈতিক দল উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি বাংলাদেশের পরীক্ষিত দল। বিএনপিরও রাষ্ট্র পরিচালনায় মাঝে মাঝে ভুল হয়নি, তা নয়। তবে বিএনপি নীতির রাজনীতি করে এবং জনগণের সামনে পরিকল্পনা তুলে ধরে।’

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫ Jan 24, 2026
img
মধ্যরাতে ঢাকা কলেজে উত্তেজনা Jan 24, 2026
img
৬ লাখ টাকা ব্যয়ের ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল Jan 24, 2026
img
কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ইসলামী আন্দোলনের নেতার Jan 24, 2026
img
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির Jan 24, 2026
img
দিল্লির সংবাদ সম্মেলনে হাসিনার অডিও বার্তা, ড. ইউনূসকে নিয়ে তীব্র সমালোচনা Jan 24, 2026
img
বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, শুরু হচ্ছে তদন্ত Jan 24, 2026
img
উগান্ডায় বিতর্কিত নির্বাচনের পর ২০০০ বিরোধী সমর্থক গ্রেপ্তার, হত্যা ৩০ Jan 24, 2026
img
বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ : শরিফুল Jan 24, 2026
img
১০ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত Jan 24, 2026
img
‘ভোটাধিকার প্রয়োগ করতে পারলে রাষ্ট্রের মালিক হবে জনগণ’ Jan 24, 2026
img
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রতিনিধি নিয়োগ এনসিপির Jan 24, 2026
img
লবণ শ্রমিকদের সঙ্গে সেলফি তুললেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন Jan 24, 2026
img
সুস্থ ও ফিট থাকার টিপস জানালেন শাহিদ কাপুর Jan 24, 2026
img
ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ভোটেই প্রত্যাখ্যান করবে জনগণ : হাসনাত Jan 24, 2026
img
জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন Jan 24, 2026
img
বিপিএল ফাইনাল: কার হাতে গেল কোন পুরস্কার Jan 24, 2026
img
চাঁদপুরে প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন চিকিৎসাধীন আসামি Jan 24, 2026
img
ফরিদপুরে কারখানায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ Jan 24, 2026
img
চাঁদাবাজরা সবচেয়ে বড় জালেম : সিরাজুল মামুন Jan 24, 2026