শেষ হয়েছে বিপিএলের দ্বাদশ আসরের খেলা। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, আর রানার্স আপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস। তবে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন একজন দেশি পেস বোলার। বিপিএলের ইতিহাসে এই প্রথম কোনো বিশেষজ্ঞ বোলার পেলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার অর্থ পুরস্কারও জেতেন পেসার শরিফুল ইসলাম। পুরস্কার গ্রহণ করে চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপের কথা বলেন শরিফুল, ‘সর্বোচ্চ উইকেটশিকারি ও টুর্নামেন্ট সেরা হয়ে খুব ভালো লাগছে। তবে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগত।’
পরে ভক্ত-সমর্থকদের কাছেও ক্ষমা চেয়ে নেন বাঁহাতি এই পেসার, ‘সরি চট্টগ্রামবাসী, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। আপনারা আমাদের সাপোর্ট করবেন। আমাদের কোচিং স্টাফ, নাফীস ভাই, সুমন স্যার, বাবুল স্যার— সবাইকে ধন্যবাদ। আমরা পুরো দল হিসেবে খেলেছি। সবাইকে ধন্যবাদ।’
গেল কয়েক আসরে বিপিএলের টুর্নামেন্ট সেরা হয়েছেন যারা
১. সাকিব আল হাসান (খুলনা রয়্যাল বেঙ্গলস, ২৮০ রান ও ১৫ উইকেট)
২. সাকিব আল হাসান (ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ৩২৯ রান ও ১৫ উইকেট)
৩. আসহার জাইদি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ২১৫ রান ও ১৭ উইকেট)
৪. মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স, ৩৯৬ রান ও ১০ উইকেট)
৫. ক্রিস গেইল (রংপুর রাইডার্স, ৪৮৫ রান)
৬. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস, ৩০১ রান ও ২৩ উইকেট)
৭. আন্দ্রে রাসেল (রাজশাহী রয়্যালস, ২২৫ রান ও ১৪ উইকেট)
৮. সাকিব আল হাসান (ফরচুন বরিশাল, ২৮৪ রান ও ১৬ উইকেট)
৯. নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স, ৫১৬ রান)
১০. তামিম ইকবাল (ফরচুন বরিশাল, ৪৯২ রান)
১১. মেহেদী হাসান মিরাজ (খুলনা টাইগার্স, ৩৫৫ রান ও ১৩ উইকেট)
১২. শরিফুল ইসলাম (চট্টগ্রাম রয়্যালস, ২৬ উইকেট)
আইকে/টিএ