১৯৭১ সালের রাজাকার ইস্যু শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই মীমাংসা করে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৩ জানুয়ারি) খুলনার ডুমুরিয়া উপজেলার আরাফাত নগর এলাকায় আয়োজিত নির্বাচনি সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “রাজাকার ইস্যুটি নতুন কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই এই বিষয়টি মীমাংসা করে গেছেন। এটি একটি নিষ্পত্তিকৃত বিষয় (ডিসাইডেড ম্যাটার)।”
গোলাম পরওয়ার বলেন, “স্বাধীনতার পর ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে বিষয়টির রাজনৈতিক সমাধান হয়েছিল। তখন পাকিস্তান, ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিবদ্ধ হন। পরবর্তীতে সিমলা চুক্তির পর ‘ফরগিভ অ্যান্ড ফরগেট’ নীতির আলোকে শেখ মুজিবুর রহমান সাধারণ দায়মুক্তি ঘোষণা করেন এবং কলাবোরেটর অ্যাক্ট বাতিল করেন।”
তিনি আরও বলেন, “শেখ মুজিবুর রহমান সবাইকে নিয়ে দেশ চালাতে চেয়েছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একই নীতি অনুসরণ করেছেন।” বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ১৯৭১ সালের ইস্যু পুনরায় উত্থাপন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, “রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে আবারও ৭১-এর ইস্যু ব্যবহার করা হচ্ছে। এটা বিভাজন তৈরির চেষ্টা ছাড়া কিছু নয়। আপনাদের সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এই মানসিকতা ফ্যাসিবাদী আচরণেরই প্রতিফলন।”
তিনি দাবি করেন, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন ছাড়া সরকার গঠন সম্ভব ছিল না। সে সময় ক্ষমতার কোনো ভাগাভাগি ছাড়াই বিএনপিকে নিঃশর্ত সমর্থন দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, “সেদিন দেশের ভবিষ্যৎ ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই জামায়াতে ইসলামী সেই সিদ্ধান্ত নিয়েছিল।”
আইকে/টিএ