পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) জাপানের পার্লামেন্টের স্পিকার আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এ সময় আইনপ্রণেতারা ঐতিহ্যবাহী আনন্দধ্বনি ‘বানজাই’ উচ্চারণ করেন।
সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ৪৬৫ সদস্য বিশিষ্ট জাপানের নিম্নকক্ষ ভেঙে দেওয়ায় ১২ দিন নির্বাচনী প্রচারণা চালানো যাবে। আগামী মঙ্গলবার থেকে আগাম নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে।
গত সোমবার (১৯ জানুয়ারি) জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতাসীন দলকে জয় এনে দিতে তিনি আগাম নির্বাচনের দিকে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গত অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া তাকাইচি মাত্র তিন মাস ধরে ক্ষমতায় আছেন। জনমত জরিপগুলোতে তার সমর্থন প্রায় ৭০ শতাংশ বলে জানা যাচ্ছে।
ইউটি/টিএ