অ্যাস্টন ভিলার টেকনিক্যাল এরিয়ায় স্টাফদের লক্ষ্য করে একটি প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারায় চেলসিকে দেড় লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন শুক্রবার এই শাস্তির কথা জানিয়েছে। তারা বলেছে, চেলসি দোষ স্বীকার করে নেওয়ার পর জরিমানা করা হয়েছে। গত মাসের ওই ম্যাচের ঘটনায় চলতি মাসে চেলসির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিলার সদস্যরা ২-১ গোলের জয় উপযাপনের সময় তাদের দিকে চেলসির সমর্থকদের কেউ পানি ভরা একটি বোতল ছুঁড়ে মারে।
ষষ্ঠ স্থানে থাকা চেলসি আগামী রোববার ক্রিস্টাল প্যালেসে মাঠে খেলবে। তৃতীয় স্থানে থাকা ভিলা মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের।
এসএস/এসএন