ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুতি পরিকল্পনা মোটামুটি গুছিয়ে এনেছে বেলজিয়াম। টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে তারা সবশেষ প্রস্তুতি ম্যাচ খেলবে দেশের মাটিতে, তিউনিসিয়ার বিপক্ষে।
বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন শুক্রবার এই ম্যাচের দিনক্ষণ জানিয়েছে।
বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আগামী ৬ জুন ব্রাসেলসে আফ্রিকার দল তিউনিসিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম। বিশ্বকাপে তারা আছে ‘জি’ গ্রুপে, সেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ মিশর, ইরান ও নিউ জিল্যান্ড।
‘এফ’ গ্রুপে তিউনিসিয়ার তিন প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জাপান ও ইউরোপের প্লে অফ পেরিয়ে আসা একটি দল।
এই ম্যাচের আগে ২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে বেলজিয়াম। আগামী মার্চে বিশ্বকাপের তিন আয়োজকের দুটি- যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে খেলবে ফিফা র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা দেশটি।
এসএস/এসএন