বলিউডের আলোচিত মুখ সানি লিওন আবারও শিরোনামে। এইবার বিষয়টি সিনেমার নয়, বরং টেলিভিশনের শুটিং নিয়েই। সম্প্রতি একটি হিন্দি চ্যানেলের রিয়্যালিটি শোয়ের শুটিং চলাকালীন হঠাৎই সানি পেটের সমস্যায় আক্রান্ত হন। ঘটনাটি দেখে সহ-উপস্থাপক কর্ণ কুন্দ্রা স্তম্ভিত হয়ে যান। শুটিং সেটে তৈরি একটি কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সানির পেটের আচরণ প্রকাশ্যে আসে।
প্রথম কয়েকবারের ঘটনায় কর্ণ অবাক হয়ে সানির দিকে তাকান এবং পরবর্তীতে সতর্ক করে বলেন, “সানিকে খাবার দেওয়া বন্ধ করুন।” কিন্তু নিজের পক্ষে সানি জানান, এই পরিস্থিতি ঘটেছে ছোলা-ভাটুরা খাওয়ার কারণে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে একাংশ নেটাগরিক মনে করছেন, সম্ভবত সানি মজা করছিলেন এবং আওয়াজটি ফোনে চালিয়ে দেখিয়েছিলেন। তাতে কর্ণও সহজেই বিশ্বাস করেছিলেন। কিন্তু অনেক অনুরাগী এখনও বিশ্বাস করতে পারেননি যে সানি আসলেই বাতকর্ম করতে পারেন।
এই ঘটনায় শুটিং সেটে উপস্থিত সকলেই কিছুটা অবাক ও হাস্যরসের মধ্যে পড়েন। আবারো প্রমাণ হলো, সানি লিওন নিজের উপস্থিতি এবং আচরণে যে কোনো সময় শিরোনামে জায়গা করে নিতে পারেন। শুটিংয়ের এই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত নিয়ে নেটদুনিয়া এখন হাসি ও জল্পনায় মুখর।
পিআর/টিএ