অদ্রিজা রায় ও দেবচন্দ্রিমা সিংহরায়ের পর এ বার বাংলা ছোটপর্দার আর এক পরিচিত মুখ পা রাখতে চলেছেন সর্বভারতীয় টেলিভিশনে। প্রথম বার হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এর হিন্দি রূপান্তরেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
কয়েক মাস ধরেই মুম্বইয়ে রয়েছেন রোশনি। অভিনয়ের প্রস্তুতি হিসেবে নাটকের বিভিন্ন কর্মশালায় অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি চলেছে একের পর এক অভিনয় নির্বাচন পরীক্ষা। দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর পরিশ্রমের মধ্য দিয়েই এসেছে এই সুযোগ। অভিনেত্রীর কথায়, বাংলা ছোটপর্দা তাঁর জীবনের খুব কাছের হলেও নিজের গণ্ডি বাড়ানোর ইচ্ছা থেকেই মুম্বইমুখো হওয়া। প্রয়োজনে খণ্ডকালীন কাজ করে হলেও অভিনয়ের পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
রোশনি জানিয়েছেন, মুম্বইয়ে আসার আগে থেকেই নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করেছিলেন। নায়িকার পাশাপাশি নেতিবাচক চরিত্রেও অভিনয় করতে তিনি আগ্রহী ছিলেন। তাঁর বিশ্বাস ছিল, শহরে এসে অন্তত একটি কাজ না করে ফেরা যাবে না। তবে সুযোগ যে এত দ্রুত আসবে, তা তিনি নিজেও ভাবেননি।
বাংলা ধারাবাহিক ‘হৃদয়হরণ বিএ পাশ’-এর মাধ্যমে ছোটপর্দায় নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন রোশনি। তার পরে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে। নিজের অভিনয়জীবনের শুরুতে যাঁরা ভরসা রেখেছিলেন, সেই স্নেহাশিস চক্রবর্তী ও রূপসা চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি বাংলায় ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এই কাহিনিতে নায়ক চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল বসু এবং নায়িকার ভূমিকায় অভিনয় করছেন তৃণা সাহা। হিন্দি সংস্করণেও সেই সাফল্য ধরা দেবে কি না, সে দিকেই তাকিয়ে দর্শক।
পিআর/টিএ