আর মাত্র কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটার তালিকার বিশেষ যাচাই প্রক্রিয়া ঘিরে উত্তাল বাংলা। সাধারণ মানুষ থেকে শুরু করে পরিচিত মুখ কেউই বাদ পড়ছেন না এই তলবের তালিকা থেকে। সেই আবহেই এসআইআর শুনানির ডাক পেয়ে কিছুটা বিব্রত টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মানালি দে।
আগামী ২৭ জানুয়ারি এসআইআর শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে মানালিকে। হঠাৎ এই তলব ঘিরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে অভিনেত্রীকে ডাকা হল। জানা গিয়েছে, বিষয়টি নামের বানান সংক্রান্ত। মানালির বাবার নাম নিতাই দে। বাংলায় নথিতে কোনও সমস্যা না থাকলেও ইংরেজি বানানে একটি অক্ষরের হেরফের হয়েছে। আই-এর জায়গায় ই হয়ে যাওয়াতেই তৈরি হয়েছে গরমিল। সেই কারণেই শুনানিতে ডেকে বিষয়টি স্পষ্ট করতে চাইছে সংশ্লিষ্ট দফতর।
শাসক শিবিরের সঙ্গে মানালির সুসম্পর্ক নতুন নয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে একাধিক বার দেখা গিয়েছে। সেই অভিনেত্রীকেই এবার প্রশাসনিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে। বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন মানালি নিজেই। তিনি জানিয়েছেন, কসবা বিধানসভা কেন্দ্রের ভোটার তিনি। হঠাৎ করে শুনানির ডাক পাওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। কারণ, শুটিংয়ের কাজ আগে থেকেই ঠিক করা থাকে। আচমকা কাজ বাতিল করা সহজ নয়। তবুও ডাক যখন এসেছে, তখন যেতেই হবে। আগামী ২৭ জানুয়ারি তিনি শুনানিতে হাজির থাকবেন বলেই স্পষ্ট করেছেন অভিনেত্রী।
এই ঘটনা ফের এক বার এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক উসকে দিয়েছে। শাসক দলের দাবি, ভোটের আগে পরিকল্পিত ভাবেই এই শুনানির মাধ্যমে সাধারণ মানুষ ও পরিচিত ব্যক্তিদের হেনস্তা করা হচ্ছে। পাল্টা যুক্তিতে বিরোধীদের বক্তব্য, ভোটার তালিকা সঠিক করতেই এই যাচাই, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে রাজনৈতিক তরজা যাই চলুক, তার মাঝখানে পড়ে মানালির মতো অভিনেত্রীদের হঠাৎ প্রশাসনিক তলব যে অস্বস্তিতে ফেলছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
পিআর/টিএ