নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইজিপি।

সভায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় বডি ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, নিরপেক্ষতা ও পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স সদস্যরা নির্বাচনকালীন বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে ছিল দ্বীপ থানাগুলোর জন্য স্পিড বোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। তিনি মহানগর এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। তিনি আইজিপির দিকনির্দেশনা অনুসরণ করে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৪৫৮ জন পুলিশ অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: ব্যারিস্টার খোকন Jan 24, 2026
img
ধানুশ ও ম্রুণালকে ঘিরে বিয়ের গুঞ্জন, ছবি ভাইরাল Jan 24, 2026
img
নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান : তাজনুভা Jan 24, 2026
img
বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে: মহসিন নাকভি Jan 24, 2026
img
কম মজলুম হয়েও এখন একটি পক্ষ বড় জুলুমকারী হয়ে উঠেছে: জামায়াত আমির Jan 24, 2026
img
যাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারাই নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে: ইশরাক Jan 24, 2026
img
কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: হাবিবুর রশিদ Jan 24, 2026
img
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা আর নেই Jan 24, 2026
img
বড়দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’ Jan 24, 2026
img
গুজব রুখতে মূলধারার সংবাদমাধ্যমকে শক্তিশালী হতে হবে : আলী ইমাম মজুমদার Jan 24, 2026
img
আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করবো: মির্জা আব্বাস Jan 24, 2026
img
বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে : আজহারউদ্দিন Jan 24, 2026
img
গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন জোকোভিচ Jan 24, 2026
img
সারজিস আলমকে শোকজ Jan 24, 2026
img
আফগানিস্তানে তুষারপাত-ভারী বৃষ্টিতে নিহত ৬১ Jan 24, 2026
img
নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির Jan 24, 2026
img
আমি ‘অতিথি পাখি’ নই, আপনাদের ঘরের মেয়ে: তাসনিম জারা Jan 24, 2026
img
আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা Jan 24, 2026
img
পরিবারের সদস্যদেরকে নিয়ে কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান Jan 24, 2026
img
শিক্ষানীতিতে শুধু বইয়ের পড়া নয়, পাঠ্যক্রমে আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভূক্ত করতে চান তারেক রহমান Jan 24, 2026