ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বাধা, জামায়াতের বিক্ষোভ

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বাধা, মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় মুলাদী উপজেলার ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “ফুয়াদ ভাইয়ের কর্মীদের ওপর হামলা কেন, তারেক রহমান জবাব চাই”এমন স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ও হামলায় আহত জামায়াত নেতা মো. আরিফ হোসেন অভিযোগ করে বলেন, ১০ দলীয় জোটের প্রার্থী ঈগল প্রতীকে ব্যারিস্টার ফুয়াদের পক্ষে প্রচারণা চালানোর সময় ধানের শীষ প্রতীকের সমর্থক মুলাদী পৌর যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। 

তিনি দাবি করেন, ধাওয়া দিয়ে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় সফিকুল ইসলাম শাওন হাওলাদার, আরিফুর রহমান টিটু, মিন্টু বেপারীসহ অর্ধশতাধিক যুবদল কর্মী জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বরিশাল-৩ আসনে শুক্রবার বিকেলে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি আরিফ বয়াতির নেতৃত্বে দলীয় কর্মীরা। এ সময় যুবদলের মুলাদী পৌরসভার সাধারণ সম্পাদক সাওন হাওলাদার ও তার অনুসারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, হামলার সময় আরিফ বয়াতিকে মারধর করা হয় এবং তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এতে একাধিক কর্মী আহত হন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় শুক্রবার সন্ধ্যায় মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

জিডি সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে মুলাদী পৌরসভার চর টেকি এলাকায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা কিল, ঘুষি ও লাঠি ব্যবহার করে নির্বাচনী কার্যক্রম বন্ধের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভয়ভীতি সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, এ ঘটনায় একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
পৌর জামায়াতের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের আমীর মাওলানা আবু সালেহ, সেক্রেটারি মাওলানা মোরশেদ আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আহাদ ভূঁইয়া, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি হুমায়ুন কবির, শিবির সভাপতি  হামিম হোসেন প্রমুখ।

এমআই/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সারজিস আলমকে শোকজ Jan 24, 2026
img
আফগানিস্তানে তুষারপাত-ভারী বৃষ্টিতে নিহত ৬১ Jan 24, 2026
img
নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির Jan 24, 2026
img
আমি ‘অতিথি পাখি’ নই, আপনাদের ঘরের মেয়ে: তাসনিম জারা Jan 24, 2026
img
আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা Jan 24, 2026
img
পরিবারের সদস্যদেরকে নিয়ে কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান Jan 24, 2026
img
শিক্ষানীতিতে শুধু বইয়ের পড়া নয়, পাঠ্যক্রমে আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভূক্ত করতে চান তারেক রহমান Jan 24, 2026
img
জামায়াত ক্ষমতায় আসবে কেবল নির্বাচনে অনিয়ম হলে : হর্ষবর্ধন শ্রিংলা Jan 24, 2026
img
সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করায় বদ্ধপরিকর: আফিস নজরুল Jan 24, 2026
img
পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ Jan 24, 2026
img
দেশটাকে কারো গোলামিতে পরিণত করতে চাই না: আমির হামজা Jan 24, 2026
img
পাকিস্তানে তুষারধসে প্রাণ গেল এক পরিবারের ৯ জনের Jan 24, 2026
img
দুর্নীতিকে মাটির নিচে চাপা দেয়ার চেষ্টা করব: জামায়াতের আমির Jan 24, 2026
img
আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ Jan 24, 2026
img
ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে : বুবলী Jan 24, 2026
img
শেখ হা‌সিনাকে ফ্যাসিস্ট হিসেবে আমি প্রচার করেছি : পার্থ Jan 24, 2026
img
রেকর্ড রুপি খুইয়েছে আদানি, মার্কিন আদালতে প্রতারণার অভিযোগ Jan 24, 2026
img
দ্রুত পোস্টাল ভোট দেয়ার আহ্বান নির্বাচন কমিশনের Jan 24, 2026
img
তারেক রহমানের মহাসমাবেশ ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি Jan 24, 2026
img
নারীদের এগিয়ে যাওয়ায় বাধা হবে না জামায়াত, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে: জামায়াতে আমির Jan 24, 2026