SIR-এর আওতায় এবার ডাকা হল মিমি চক্রবর্তীকে (mimi chakraborty )। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমির কাছে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় হাজিরা দেওয়ার নোটিস এসেছে। এর আগেই দেব ও সৌমিতৃষার মতো পরিচিত তারকারা এই প্রক্রিয়ায় ডাক পেয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল মিমি চক্রবর্তীর নামও।
জানা গিয়েছে, ৩১ জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ এসেছে তাঁর কাছে। বিষয়টি নিয়ে কোনও রাখঢাক না রেখেই মিমি জানিয়েছেন, নোটিস তিনি পেয়েছেন এবং নির্ধারিত দিনেই তিনি যাবেন। কসবা- যে বিধানসভা এলাকায় তাঁর ভোট, সম্ভবত সেখানেই তাঁকে হাজিরা দিতে হবে। প্রয়োজনীয় যে যে নথি চাওয়া হয়েছে, তার একটিও বাদ যাবে না- সবটাই তিনি সঙ্গে নিয়ে যাবেন।
মিমি চক্রবর্তীর রাজনৈতিক যাত্রা খুব বেশি দিনের নয়, কিন্তু তার অভিঘাত ছিল প্রবল। ২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখা এই অভিনেত্রীর অভিষেকই ছিল চমক। দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়, আর সেই নির্বাচনে বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়ে তিনি সংসদে পৌঁছন।
অল্প সময়েই তিনি হয়ে ওঠেন এক আলাদা আলোচনার কেন্দ্রবিন্দু- অভিনয়জগত থেকে রাজনীতির মঞ্চে তাঁর উত্তরণ ছিল নজরকাড়া।
তবে রাজনীতির পথ যে সব সময় মসৃণ থাকে না, তা তিনি বুঝেছেন দ্রুতই। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি লোকসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন মিমি। আপাতত সংসদের করিডর নয়, তাঁর ঠিকানা আবার শুটিং ফ্লোর। গত শুক্রবার মুক্তি পেয়েছে মিমি অভিনীত নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবির প্রচারে ব্যস্ত তিনি- সাক্ষাৎকার, থেকে কনটেন্ট প্রমোশন, চলছে একের পর এক, আর তার মাঝেই SIR নোটিস।
আরআই/টিকে