ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তা ইস্যুর কারণে দেশটিতে খেলতে আপত্তি জানানোর পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি) থেকে আসেনি কোনো সাড়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অনড় ছিল নিজেদের সিদ্ধান্তে।
ফলে বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন দল চূড়ান্ত করেছে আইসিসি। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ তাদের ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
ক্রিজবাজের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, আইসিসি কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না পাওয়ায় শনিবার (২৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এতে করে কার্যত অনিবার্য হয়ে ওঠা সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হলো।
এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের প্রাথমিক পর্বের গ্রুপ ‘সি’-তে জায়গা পেল স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তারা প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির সঙ্গে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। পরে দলটি মুম্বাইয়ে গিয়ে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে।
এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ে আইসিসি সদর দপ্তর ও এডিনবরার মধ্যে ইতোমধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন হয়েছে।