নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ডা. তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে গ্যাস রাস্তা ও জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্য, নিরাপত্তা, শিক্ষা, অর্থনীতি ও জীবিকাসহ বেশকিছু প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।

পোস্টে ডা. তাসনিম জারা বলেন, ‘আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে। আমার কথা পরিষ্কার: ঢাকা ৯-কে অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দেই, আমাদের অধিকারও সমান। আমাদের ন্যায্য পাওনা এবার আমরা বুঝে নিবো।’

ইশতেহারে তিনি মোট ছয়টি বিষয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে- ‘গ্যাস, রাস্তা ও জলাবদ্ধতা: বাসযোগ্য ঢাকা-৯ চাই’।

তিনি বলেছেন, ‘প্রতি মাসে আমরা গ্যাসের জন্য বিল দিচ্ছি। কিন্তু চুলা জ্বালালে কী বের হয়? বাতাস। গ্যাস নেই, কিন্তু বিল ঠিকই দিতে হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা। এর সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে আমাদের জিম্মি করে ফেলে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলাবদ্ধতা ও বর্জ্য অব্যবস্থাপনা। যত্রতত্র ময়লা ফেলার কারণে বাসার পাশে ও রাস্তায় দুর্গন্ধে টেকা দায়। রাস্তাগুলো বছরের পর বছর ভাঙ্গাচোরা বা কাজ চলমান অবস্থায় পড়ে থাকে।’

সমাধান হিসেবে তিনি উল্লেখ করেছেন-
ন্যায্য বিল: সংসদে আমার প্রথম কাজ হবে ‘সেবা না দিলে বিল নেই’ (No Service, No Bill) নীতির জন্য খসড়া আইন প্রস্তাব করা এবং চাপ সৃষ্টি করা। তিতাস যদি গ্যাস দিতে না পারে, তারা টাকা নিতে পারবে না। গ্যাস না থাকলে মাসিক বিল মওকুফ করার প্রস্তাব থাকবে এই বিলে।

সিন্ডিকেট ভাঙবো: পাইপলাইন গ্যাসের ব্যর্থতার দায় নিয়ে সরকারকে এই এলাকায় ভর্তুকি মূল্যে বা ন্যায্যদামে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে বাধ্য করব। সিন্ডিকেট করে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চাপ দেব।

জলাবদ্ধতা নিরসন: ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্ষার আগেই খাল ও নর্দমা পরিষ্কার নিশ্চিত করতে আমি ওয়াসা ও সিটি কর্পোরেশনের ওপর কঠোর নজরদারি রাখব।

বর্জ্য ব্যবস্থাপনা ও পার্ক: ঘরের সামনে বা রাস্তায় ময়লার স্তূপ জমতে দেওয়া হবে না। আধুনিক বর্জ্য অপসারণ (Secondary Transfer Station) ব্যাবস্থা নিশ্চিত করতে ও এলাকার পার্কগুলোতে হাঁটার পরিবেশ উন্নত করতে সিটি কর্পোরেশন ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ে কাজ করবো।

সমন্বয় ও জবাবদিহিতা: রাস্তা খুঁড়ে ফেলে রাখা চলবে না। ওয়াসা বা সিটি কর্পোরেশন, যে-ই রাস্তা কাটবে, কাজ শেষ করার নির্দিষ্ট 'ডেডলাইন' থাকবে। ডেডলাইন মিস করলে ঠিকাদারকে জরিমানা গুনতে হবে।

দ্বিতীয়টি হচ্ছে ‘স্বাস্থ্য: চিকিৎসায় অবহেলা আর মানব না’। এ বিষয়ে তিনি বলেছেন, ‘ঢাকা-৯ এলাকায় আমরা ৭-৮ লাখ মানুষ বাস করি, অথচ আমাদের জন্য বড় হাসপাতাল মাত্র একটি, মুগদা মেডিকেল। এটা একটা নিষ্ঠুর কৌতুক। ৫০০ বেডের এই হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। ডাক্তার-নার্সরা অমানবিক চাপে কাজ করছেন, আর রোগীরা সেবা না পেয়ে ধুঁকছেন। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ডেঙ্গু। প্রতি বছর বর্ষা এলেই লোক দেখানো মশার ওষুধ ছিটানো হয়, অথচ আমাদের প্রিয়জনরা মারা যায়।’

সমাধান হিসেবে তিনি উল্লেখ করেছেন, একজন ডাক্তারের হাতেই সমাধান হবে ‘ঢাকা-৯’-এর স্বাস্থ্য সমস্যা। আমি একজন ডাক্তার। আমার দেশ-বিদেশে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি এই সমস্যা সমাধানে কাজ করবো।
ক) মুগদা হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি সচল রাখতে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করব এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনব। এটি যেন একটি আদর্শ সেবাকেন্দ্র হয়, সেই উদ্যোগ আমি নেব।
খ) কমিউনিটি ক্লিনিক হবে ‘মিনি-হাসপাতাল’: পাড়ার ক্লিনিকগুলোকে আধুনিকায়নে বিশেষ বরাদ্দ আনার উদ্যোগ নেব, যাতে প্রাথমিক চিকিৎসার জন্য বড় হাসপাতালে ছুটতে না হয়।
গ) ডেঙ্গু টাস্কফোর্স (সারা বছর): বৃষ্টি আসার পর ওষুধ ছিটিয়ে লাভ নেই। আমরা একটি 'স্থায়ী মশা নিধন স্কোয়াড' গঠন করবো যারা সারা বছর ড্রেন পরিষ্কার ও লার্ভা নিধনের কাজ করবে। ডেঙ্গু মৌসুম আসার আগেই আমরা মশা মারব।
ঘ) নারী স্বাস্থ্য: গর্ভবতী মায়েদের নিয়মিত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে এবং হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে নারী-বান্ধব টয়লেট ও ব্রেস্টফিডিং নিশ্চিত করতে কাজ করবো।

কেএন/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা আর নেই Jan 24, 2026
img
বড়দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’ Jan 24, 2026
img
গুজব রুখতে মূলধারার সংবাদমাধ্যমকে শক্তিশালী হতে হবে : আলী ইমাম মজুমদার Jan 24, 2026
img
আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করবো: মির্জা আব্বাস Jan 24, 2026
img
বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে : আজহারউদ্দিন Jan 24, 2026
img
গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন জোকোভিচ Jan 24, 2026
img
সারজিস আলমকে শোকজ Jan 24, 2026
img
আফগানিস্তানে তুষারপাত-ভারী বৃষ্টিতে নিহত ৬১ Jan 24, 2026
img
নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির Jan 24, 2026
img
আমি ‘অতিথি পাখি’ নই, আপনাদের ঘরের মেয়ে: তাসনিম জারা Jan 24, 2026
img
আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা Jan 24, 2026
img
পরিবারের সদস্যদেরকে নিয়ে কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান Jan 24, 2026
img
শিক্ষানীতিতে শুধু বইয়ের পড়া নয়, পাঠ্যক্রমে আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভূক্ত করতে চান তারেক রহমান Jan 24, 2026
img
জামায়াত ক্ষমতায় আসবে কেবল নির্বাচনে অনিয়ম হলে : হর্ষবর্ধন শ্রিংলা Jan 24, 2026
img
সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করায় বদ্ধপরিকর: আফিস নজরুল Jan 24, 2026
img
পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ Jan 24, 2026
img
দেশটাকে কারো গোলামিতে পরিণত করতে চাই না: আমির হামজা Jan 24, 2026
img
পাকিস্তানে তুষারধসে প্রাণ গেল এক পরিবারের ৯ জনের Jan 24, 2026
img
দুর্নীতিকে মাটির নিচে চাপা দেয়ার চেষ্টা করব: জামায়াতের আমির Jan 24, 2026
img
আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ Jan 24, 2026