রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এর আগে ছবির টিজারের একটি সংলাপ ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার ছবি মুক্তির পর নতুন করে আইনি জটিলতায় জড়ালেন পরিচালক।
কিছুদিন আগে প্রকাশিত টিজারের একটি দৃশ্যে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী।
না, আমি ঝুলি না, ঝোলাই!” এই সংলাপ ঘিরে নেটপাড়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই অভিযোগ করেন, এতে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে অবমাননা করা হয়েছে।
এর মধ্যেই শুক্রবার প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পেতেই নতুন করে বিপাকে পড়েছেন রাজ চক্রবর্তী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অভিষেক বিশ্বাস পরিচালককে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন।
সেই নোটিশের কপি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করেছেন।
অভিষেক বিশ্বাসের অভিযোগ, ছবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
নিজের পোস্টে তিনি লেখেন, “সম্প্রতি ‘হোক কলরব’ নামের একটি সিনেমায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে নানাভাবে মিথ্যাচার করা হয়েছে- যা ট্রেলার ও টিজার দেখলেই স্পষ্ট।
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে পেট্রল বোমা ছোড়া বা থানায় আগুন লাগানোর মতো মারাত্মক অপরাধ দেখানো হয়েছে।
অথচ বিগত ৫০ বছরের ইতিহাসে শান্তিপূর্ণ আন্দোলন বা মিছিল ছাড়া এমন ঘটনার কোনও নজির নেই।”
তিনি আরও জানান, একজন প্রাক্তনী হিসেবে বিশ্ববিদ্যালয়ের মানহানির প্রতিবাদ জানাতেই তিনি ব্যক্তিগতভাবে আইনি নোটিশ পাঠিয়েছেন। একই সঙ্গে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এবং অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকেও বিষয়টি জানানো হয়েছে।
নিজের আবেগের কথা তুলে ধরে ওই প্রাক্তন শিক্ষার্থী লেখেন, “আমি ভগবানে বিশ্বাস করি, কিন্তু মূর্তি পূজায় নয়। আমার কাছে মন্দির একটাই- যাদবপুর বিশ্ববিদ্যালয়।
সারা বাংলা ও ভারতের বহু পড়ুয়া আজও স্বল্প খরচে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে যাদবপুরের জন্য। সারাক্ষণ যদি সিনেমায় দেখানো মতো কাজই চলত, তাহলে পড়াশোনা হত কখন? শিল্পীর স্বাধীনতা থাকুক, কিন্তু মিথ্যা ছড়ানো নয়।”
উল্লেখ্য, ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’। প্রায় এক দশক আগে যে স্লোগানকে ঘিরে রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান উত্তাল হয়েছিল, সেই ‘হোক কলরব’ শব্দবন্ধকেই কেন্দ্র করে ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে গল্প বুনেছেন পরিচালক।
যদিও রাজ চক্রবর্তী আগেই দাবি করেছেন, ‘হোক কলরব’ মানেই রাজনীতি নয়, তবুও ছবির বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। মুক্তির পর এই আইনি নোটিশ সেই বিতর্ককে আরও নতুন মাত্রা দিল বলেই মনে করছেন অনেকে।
আরআই/টিকে