বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
আজ শনিবার (২৪ জানুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।
জনগণের মতামত প্রতিফলনের একমাত্র পথ হলো ভোটাধিকার প্রয়োগ। এই অধিকার প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হবে। গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতনভাবে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে।
গণসংযোগকালে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষ সঠিকভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধও করেন।
এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরআই/টিকে