ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুর ভবিষ্যতের জন্য। আমাদের চাওয়া, এই শিশুরা যেন যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হতে পারে। সবাই যেন মানসম্পন্ন শিক্ষা পায়। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্ড তৈরি করতে হবে।’
শনিবার (২৪ জানুয়ারি) বাঞ্ছারামপুরের নিজকান্দি গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সাকি বলেন, ‘কৃষকদের মুখে হাসি দেখতে হলে তাদেরও কিছু দিতে হবে। কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও অন্যান্য সহায়তা করতে পারে এই কার্ড।’
তিনি আরো বলেন, ‘সবার জন্য যেন স্বাস্থ্যসেবা থাকে, এ জন্য আমাদের ইউনিভার্সাল হেলথ সার্ভিস বা সর্বজনীন স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে হবে।
সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্ড তৈরি করতে হবে, যেন যে কেউ অসুস্থ হলে তার চিকিৎসা পাওয়ার ব্যবস্থা রাষ্ট্র করতে পারে। তার জন্য কিছু নিয়ম-কানুন তৈরি হবে, জনগণের অংশগ্রহণ লাগবে, কিন্তু রাষ্ট্রকে স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে।’
বিএনপি জোটের এই প্রার্থী বলেন, ‘শিশুদের জন্য খেলার মাঠ দরকার। মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলা খুবই দরকার।বাঞ্ছারামপুরে প্রতিটি গ্রামে আমরা খেলার মাঠ গড়ে তুলতে চেষ্টা করব।’
এসকে/টিকে