ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘বিএনপিকে পরাজিত করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এই চক্রান্ত মোকাবিলা করার দায়িত্ব আমাদের সকলের।’
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘এই আসনে বিএনপি হেরে গেলে তারেক রহমানের সিদ্ধান্ত হেরে যাবে।
তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের আপনারা বিজয়ী হতে দিবেন কি না সেই সিদ্ধান্ত আপনাদের সকলকে নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘এখানে আজ ঐক্যবদ্ধ বিএনপি আমরা দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই একতা সব সময় আমরা বজায় রাখবো।
গ্রুপিংয়ের রাজনীতির মাধ্যমে দলের খুব বেশি লাভ হয় না। দলের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে তবে প্রতিহিংসা থাকতে পারে না। সকলে ঐক্যবদ্ধ থাকলে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবি/টিকে