জামালপুর-৩ (মেলান্দহ -মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে বহিষ্কার করেছে বিএনপি।
বিএনপির বহিষ্কৃত নেতা মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো.সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে জামালপুর-৩ আসন থেকে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
তার সমর্থকরা বলেছেন, দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয়েছে। তাতে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
বহিষ্কারের বিষয়ে মো.সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, অফিসিয়ালি এ ধরনের কোনো পত্র আমি এখনো পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে আমার মনে হয় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার কারনেই আমাকে বহিষ্কার করা হতে পারে।
এ বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করার কারনে তাকে বহিষ্কার করা হয়েছে।
এসকে/টিকে